আজ রাতে ‘তারার মেলা’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তারকাশিল্পীদের অংশগ্রহণে 'তারার মেলা' ম্যাগাজিন অনুষ্ঠানটি মজার মজার কথার ছলে উপস্থাপনা করবেন কুসুম শিকদার ও ইমন।

অনুষ্ঠানটি আজ মঙ্গলবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে।

ছবি: সংগৃহীত

নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর এই অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন ওমর সানী, ডিপজল, নিপুণ, শবনম বুবলী, তানজিন তিশা, ইমরান, কণা ও নিশিতা বড়ুয়ার পরিবেশনা।

ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে ৩ গানের কোলাজে নাচবেন শবনম বুবলী ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কণা ও নিশিতা বড়ুয়া।

ছবি: সংগৃহীত

'আকাশ প্রদীপ জ্বলে' গানের সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল।

অনুষ্ঠানের প্রযোজক নূর আনোয়ার রনজু দ্য ডেইলি স্টার বলেন, 'এ সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদের ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, এটি উপভোগ্য হবে।'

Comments

The Daily Star  | English

NEIR launch deferred to January 1

NEIR was scheduled to be implemented on December 16 this year

15m ago