ডিপজল-মিশার এক ভিডিও ঘিরে ১০ কোটি টাকার রহস্য!

ডিপজল ও মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার ২ খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর দীর্ঘদিন পর একসঙ্গে মুখোমুখি হয়েছেন। তাদেরকে দেখা যাবে 'কাবাডি' নামের ওয়েব সিরিজে।

সেখানে আরও অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ, সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ। এটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এই সিরিজের গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার যেখানে এক ভিডিওকে ঘিরে নানারকম রহস্যের জট দেখা গিয়েছে।

রুবায়েত মাহমুদ বলেন, 'সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। ৪ বন্ধুর পাগলামি ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে নির্মিত। এর সঙ্গে জড়িয়ে আছে ১০ কোটি টাকার কোনো অজানা সম্পর্ক। দর্শকরা বেশ মজা পাবেন আশা করি। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের ২ জাত শিল্পীকে রেখেছি। তারা ২ জন এক কথায় দুর্দান্ত।'

Comments

The Daily Star  | English

Magnitude 4 earthquake jolts Sylhet region

The epicenter of the quake was in Chhatak upazila of Sunamganj district

18m ago