আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে: মৌসুমী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে মৌসুমী ও জায়েদ খান। ফাইল ছবি: সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার কৌশল অবলম্বনের যে অভিযোগ করেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী, তা অস্বীকার করেছেন মৌসুমী নিজেই।

দ্য ডেইলি স্টারকে পাঠানো এক অডিও বার্তায় মৌসুমী বলেছেন, 'আমার প্রসঙ্গটা অহেতুক টানা হয়েছে। জায়েদের সঙ্গে একজন শিল্পীর মতো সম্পর্ক। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। সে অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।'

মৌসুমী আরও বলেন, 'কেন এই প্রশ্নটা বার বার আসছে যে, সে আমাকে বিরক্ত করছে, উত্যক্ত করছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।'

মৌসুমীর ভাষ্য, 'এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী কেন এত আনন্দ পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। তিনি (সানী) আসলে একতরফা বলেছেন।'

Comments

The Daily Star  | English

Victory Day: Nation honours Liberation War martyrs

The government has taken extensive programmes to celebrate the day

33m ago