তানজিন তিশার ‘ওয়েডিং ডায়েরি’

তানজিন তিশা। স্টার ফাইল ফটো

বিয়ে নিয়ে মজার গল্পের নাটক ওয়েডিং ডায়েরি। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব।

নাটকের গল্পে দেখা যাবে আসিফ বিদেশ থেকে পড়াশুনা করে মাত্র দেশের মাটিতে পা রেখেছেন। তখন বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! এতে রীতিমতো ঘাবড়ে যান তিনি। তবে, কী তার অজান্তেই বিয়ের পাত্রী ও আয়োজন ঠিক করে রেখেছে তার পরিবার।

তানজিন তিশা। স্টার ফাইল ফটো

স্নেহাশীষ ঘোষের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। আসছে ঈদে নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

রাফাত মজুমদার রিংকু বলেন, 'নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং বিয়ে করলেও দেশ ছাড়তে চান না। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক। নাটকের মধ্য থাকছে নানা পারিবারিক জটিলতা।'

এ ছাড়াও, একই পরিচালকের 'রিক্সা গার্ল' নাটককে দেখা যাবে তানজিন তিশাকে। আহমেদ তাওকীরের রচনায় ঈদের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

46m ago