বরিশালের গ্রামে দেখা ‘নরসুন্দরী’ থেকে তিশার চরিত্রটি লেখা

‘নরসুন্দরী’ নাটকে তানজিন তিশা। ছবি: সংগৃহীত

তানজিন তিশা অভিনীত 'নরসুন্দরী' নাটকটি সম্প্রতি প্রচারিত হয়েছে বাংলাভিশনে। পরে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে  মুক্তি পেয়েছে। 

আহমেদ তাওকীরের গল্পে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় 'নরসুন্দরী' দেখে দর্শকরা পছন্দ করেছে। 

নারীপ্রধান গল্পের এই নাটকে নারী নাপিতের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। 

এর আগে, আহমেদ তাওকীরের লেখা 'পুতুলের সংসার' ও 'রিক্সা গার্ল' নাটকে অভিনয় করে আলোচিত হয়েছিলেন তানজিন তিশা। 

একই লেখকের 'নরসুন্দরী'তে প্রতিবাদী চরিত্রে দেখা গেল তাকে। 

নাট্যকার আহমেদ তাওকীর জানান, 'বরিশালের প্রত্যন্ত একটি অঞ্চলে এমন "নরসুন্দরী" দেখেছিলেন তিনি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নাটকের প্লট সাজিয়েছেন। নারী-পুরুষ ভেদাভেদ করে নয়, সমাজ পরিবর্তন করতে হলে প্রয়োজন হয় মানুষের।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago