যুক্তরাষ্ট্রে কপিল শর্মার নামে মামলা

ভারতের প্রখ্যাত কৌতুক অভিনেতা কপিল শর্মা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
ভারতের প্রখ্যাত কৌতুক অভিনেতা কপিল শর্মা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

ভারতের কৌতুক অভিনেতা কপিল শর্মা আইনি ঝামেলায় পড়েছেন। তার নামে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের হয়েছে।

চুক্তিভঙ্গের অভিযোগ এনে মামলাটি করেছে সাই ইউএসএ ইঙ্ক নামের একটি সংস্থা।

আজ ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে উত্তর আমেরিকা সফরে গিয়েছিলেন কপিল শর্মা। সেই সফরে সাই ইউএসএ ইঙ্ক-এর কর্তা অমিত জেটলির সঙ্গে চুক্তি অনুযায়ী ৬টি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল কপিলের। কিন্তু ৫টি অনুষ্ঠানে অংশ নিয়েই দেশে ফিরে আসেন এই কৌতুক অভিনেতা।

অমিত জেটলির দাবি, কপিল নাকি কথা দিয়েছিলেন, একটি অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ দেবেন। কিন্তু সে কথাও রাখেননি বলে অভিযোগ করেছেন অমিত জেটলি। এ কারণেই তিনি এখন কপিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।

নিউইয়র্কের একটি আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। 

অমিত জেটলির দাবি, 'আমরা আদালতে যাওয়ার আগে তার সঙ্গে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি।'

এদিকে, কপিল শর্মা তার পুরো টিম নিয়ে বর্তমানে রয়েছেন উত্তর আমেরিকা সফরে। কানাডার ভ্যানকুভার ও টরন্টোতে তারা কয়েকটি অনুষ্ঠান করেছেন।

এ সফরে কপিলের সঙ্গে রয়েছেন কৃষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, কিকু শারদা, চন্দন প্রভাকর ও রাজীব ঠাকুর-সহ দলের অন্যরা।

এর মধ্যেই তিনি পড়লেন আইনি ঝামেলায়। বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি কপিল।

 

Comments

The Daily Star  | English

Subodh returns to Dhaka on Victory Day

Elusive artist HOBEKI?’s latest work conveys a message of gentle defiance

10m ago