শাহরুখের জীবন থেকে নিতে পারেন যে ৮ শিক্ষা

আইপিএল, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, আহমেদাবাদ, শাহরুখ খান,
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

শাহরুখ খানকে বলা হয় বলিউড বাদশা। এই উপাধি অবশ্যই যৌক্তিক। কারণ অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে তিনি কোটি মানুষের মন জয় করেছেন।

আজ ২ নভেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউড সুপারস্টার। এই বিশেষ দিনে তার জীবন থেকে ৮টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারেন, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করবে।

সমালোচনা সহ্য করা

নিজেকে নিয়ে হাসি-ঠাট্টা করতে পারার ক্ষমতা একটি বড় গুণ। যারা নিজেকে নিয়ে মজা করতে জানে, তারা সাধারণত যে কোনো সমালোচনাকে সহনীয়ভাবে নিতে পারে। তাই এই গুণটি যে কাউকে কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করে।

নীরবতা মানে দুর্বলতা নয়

শাহরুখ তার ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন। কিন্তু তিনি হতাশ হননি। নিজের ব্যাপারে নীরব থেকেছেন। হঠাৎ মন্তব্য না করে পরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, নীরব থাকা মানে দুর্বল হয়ে যাওয়া না, বরং বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়া।

Shahrukh Khan
বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি: সংগৃহীত

জীবনে সততা গুরুত্বপূর্ণ

শাহরুখ খান তার ক্যারিয়ারে পারফেকশনিস্ট হওয়ার চেয়ে সত্যনিষ্ঠ থাকাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সিনেমা বা সম্পর্কে সততা বেশি গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, নিজের কাজে সততা না থাকলে নিখুঁত হয়ে খুব বেশি লাভ হয় না। বরং সত্যনিষ্ঠ থাকলে সফলতা আসে।

স্বপ্নের কোনো সীমা নেই

শাহরুখ নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন। সে স্বপ্নের কোনো সীমানা ছিল না। তাই একজন মধ্যবিত্ত 'দিল্লির ছেলে' বলিউডের এত বড় তারকা হতে পারলে, আমাদেরও বড় স্বপ্ন দেখা উচিত। শাহরুখ দেখিয়েছেন, সাফল্যের জন্য প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি ও দৃঢ়তা।

কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই

পুরো বিশ্ব এখন অস্থিতিশীল ও বিশৃঙ্খল। সবাই একে অপরকে দোষারোপ করছে। তবে শাহরুখ মনে করেন, নিজেকে কারো কাছে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের কাছে প্রমাণ করুন। নিজের কাছে সৎ থাকতে পারাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ব্যর্থতা খারাপ কিছু নয়

বলিউডের সুপারস্টার হওয়ার পথে শাহরুখ বহু ওঠা-নামা দেখেছেন। কোনো সিনেমা ব্যর্থ হোক বা বিতর্কিত হোক, তিনি হাল ছাড়েননি। বরং বিরতি নিয়ে পুনরায় শুরু করেছেন।

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

পরিবর্তন অনিবার্য

কখনো কি মনে হয় আপনি পুরনো হয়ে যাচ্ছেন? এটা মনে হতেই পারে। তবে সময়ের সঙ্গে নিজেকে আপডেট করুন এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ান। কারণ পৃথিবীর ধ্রুব সত্য হলো, নিজেকে পরিবর্তন করা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া।

অহংকারী নয়, নম্র হোন

নম্রতা কেবল একটি গুণ নয়, এটি একটি নৈতিক গুণাবলী। ক্যারিয়ারের চূড়ায় থাকুন বা ব্যক্তিগত জীবনে, সবসময় নম্র থাকার পরামর্শ দেন শাহরুখ। তিনি মনে করেন, জীবনে কোনোভাবে অহংকারকে প্রশ্রয় দেওয়া যাবে না। এমনকি কঠিন সময়েও অন্যের প্রতি খারাপ আচরণ করা যাবে না। তিনি নিজেও এগুলো মেনে চলেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago