একসঙ্গে এক মঞ্চে দেখা যাবে শাহরুখ, সালমান ও আমিরকে

অবশেষে এক মঞ্চে দেখা মিলবে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানের। সৌদি আরবে একটি অনুষ্ঠানে দেখা যাবে তাদের।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, শাহরুখ, সালমান ও আমির জয় ফোরামে একসঙ্গে অংশ নেবেন। আগামী ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের এসইএফ অ্যারেনাতে দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সেখানে বলিউড সুপারস্টাররা শেষ দিন, অর্থাৎ ১৭ অক্টোবর একটি সেশনেই উপস্থিত থাকবেন।
সৌদি সরকারের কর্মকর্তা ও জেনারেল এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান তুর্কি আলালশিখ এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তুর্কি আলালশিখ এক্সে লিখেছেন, 'আগামী ১৭ অক্টোবর শাহরুখ, সালমান ও আমির খান জয় ফোরামের এক ডায়ালগ সেশনে স্পিকার হিসেবে অংশ নেবেন।'
এর আগে, সৌদি সরকারের একটি ওয়েবসাইট শুধু আমির খানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। তখন ৭ অক্টোবরের কথা বলা হয়েছিল। কিন্তু ১০ অক্টোবর রাতে তুর্কি আলালশিখ তিন খানের উপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২০১৯ সালে শাহরুখ খান জয় ফোরামে অংশ নিয়েছিলেন। তখন জাকি চ্যান ও চলচ্চিত্র পরিচালক জাঁ-ক্লড ভ্যান ড্যামের সঙ্গে তার সেলফি ভাইরাল হয়েছিল।
Comments