বলিউড অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

ধর্মেন্দ্র । ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ধর্মেন্দ্র কেবল সুদর্শন অভিনেতা ছিলেন না, তার বহুমুখী প্রতিভার জন্য প্রশংসিত ছিলেন। ১৯৬০ দশকে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর ৬০ বছরেরও বেশি সময় তিনি অভিনয় করেছেন। ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন ধর্মেন্দ্র। চারিত্রিক শক্তির কারণে তাকে বলিউডের হি-ম্যান বলা হত। তার দর্শকপ্রিয় সিনেমার তালিকায় আছে আয়ি মিলান কি বেলা, ফুল অর পাথর, আয়ি দিন বাহার কে, সীতা অর গীতা, রাজা জানি, জুগনু, ইয়াদোঁ কি বারাত, দোস্ত, শোলে, প্রতিজ্ঞা, চরস, ধর্ম বীর ইত্যাদি।

ধর্মেন্দ্র কেবল অ্যাকশন তারকা ছিলেন না, কমেডি ও নাটকে তার নিখুঁত অভিনয়ও ভক্তদের মন জয় করেছিল। চুপকে চুপকের মজার চরিত্রে ভক্তদের তিনি হাসিয়েছিলেন। এমনকি ৮৬ বছর বয়সেও করণ জোহরের রকি অর রানি কি প্রিম কাহানিতে অভিনয় করে ভক্তদের চমকে দিয়েছিলেন।

ধর্মেন্দ্রের মৃত্যুতে বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমারসহ অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

ধর্মেন্দ্রের সহজ সরল জীবনধারা, হাস্যোজ্জ্বল মুখ এবং অসাধারণ চলচ্চিত্র ক্যারিয়ার মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তার মৃত্যু বলিউডের এক স্বর্ণযুগের সমাপ্তি হিসেবে চিহ্নিত হবে।

Comments

The Daily Star  | English

US brings Maduro to New York after capturing him from Venezuela

A US government plane carrying Maduro landed at a military base shortly after nightfall, and he was transported by helicopter to New York City

3h ago