ভালো-খারাপ সব সময়ে তিনি আমার সঙ্গে ছিলেন: হেমা মালিনী

ধর্মন্দ্রের সঙ্গে হেমা মালিনী। ছবি: সংগৃহীত

প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী তার স্বামী ও বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

এর আগে, গত ২৪ নভেম্বর ধর্মেন্দ্র মুম্বাইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর তিন দিন পর আজ বৃহস্পতিবার হেমা মালিনী আবেগঘন পোস্ট করেন এবং প্রয়াত অভিনেতাকে 'তার সবকিছু' বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, 'ধরমজি, তিনি আমার অনেক কিছুই ছিলেন—আমার স্বামী, আমাদের দুই মেয়ে ঈশা ও অহনার বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি, আর প্রয়োজনের সময়ে ভরসার জায়গা। এক কথায় তিনি ছিলেন আমার সবকিছু!'

তিনি আরও লেখেন, 'ভালো-খারাপ সব সময়ে তিনি আমার সঙ্গে ছিলেন।'

একজন জননন্দিত তারকা হিসেবে ধর্মেন্দ্রর বিনয়ী চরিত্রের কথাও হেমা স্মরণ করেন, 'তার নম্রতা এবং সর্বজনীন জনপ্রিয়তা তাকে এমন এক আইকনে পরিণত করেছে, যার সমকক্ষ আর কেউ নেই। চলচ্চিত্রজগতে তার খ্যাতি ও অর্জন চিরকাল টিকে থাকবে।'

'তাকে হারিয়ে আমার যে ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়। তার চলে যাওয়া যে শূন্যতা তৈরি করেছে, তা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। বহু বছরের স্মৃতিগুলোই এখন আমার ভরসা।'

সোমবার মুম্বাইয়ে 'বলিউডের হি-ম্যান' খ্যাত ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যা ৫টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত মুম্বাইয়ের একটি হোটেলে ধর্মেন্দ্রর স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর জীবন ও স্মৃতিকে সম্মান জানাবেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago