বিশ্বের সবচেয়ে স্টাইলিশদের তালিকায় শাহরুখ খান

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খানের রাজত্ব কেবল পর্দাতে সীমাবদ্ধ নেই। তিনি এখন বৈশ্বিক ফ্যাশন জগতেও জায়গা করে নিয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস ২০২৫ সালের সবচেয়ে স্টাইলিশ ৬৭ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যমে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, এ বছর যারা ফ্যাশন ও সংস্কৃতিতে বিশেষ প্রভাব ফেলেছেন তারাই এই তালিকাকে জায়গা পেয়েছেন।

সংবাদমাধ্যমটি জানায়, শাহরুখ খান এ বছর প্রথমবার মেটা গালাতে অংশ নেন। আর ওই মুহূর্তটি তাকে এই তালিকায় ঠাঁই দিয়েছে। বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় লালগালিচায় পা রেখে তিনি ভারতীয় সৌন্দর্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরেন।

দ্য নিউইয়র্ক টাইমস লিখেছে, 'ফ্যানদের কাছে শুধু এসআরকে নামে পরিচিত বলিউডের এই সুপারস্টার মেট গালায় প্রথমবার অংশ নিয়ে অনুষ্ঠানটাকেই নিজের কক্ষপথে নিয়ে নেন। তিনি পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক।'

এই তালিকা কোনো র‍্যাঙ্কিং নয়, বরং যারা ফ্যাশন সংস্কৃতিকে বদলে দিতে ভূমিকা রেখেছেন তাদের স্বীকৃতি দেওয়া।

তালিকায় আরও আছেন, এএসএপি রকি, কেন্ড্রিক লামার, ডোইচি, জেনিফার লরেন্স, সাবরিনা কার্পেন্টার, শাই গিলজিয়াস-অ্যালেক্সান্ডার, কার্লোস আলকারাজ, শোহেই ওতানি, ডায়ানা রস।

Comments

The Daily Star  | English

ACC to scrutinise affidavits of aspirants

For the first time, the Anti-Corruption Commission will scrutinise the affidavits of general election aspirants to hold them accountable for their declared assets and liabilities.

8h ago