আমির, শাহরুখ, সালমানের চেয়েও ধনী যে দক্ষিণী তারকা

শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খান, বলিউড, নাগার্জুনা আক্কিনেনি,
শাহরুখ খান, সালমান খান,আমির খান ও নাগার্জুনা আক্কিনেনি। ছবি: সংগৃহীত

শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খানসহ অন্যান্য বলিউড তারকাদের হিন্দি চলচ্চিত্র শিল্পের আইকন হিসেবে বিবেচনা করা হয়। তবে প্যান-ইন্ডিয়া স্টারডমের যুগে রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয়, প্রভাসসহ অন্যান্য দক্ষিণ ভারতীয় তারকারা কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

দক্ষিণী সিনেমার সবচেয়ে ধনী অভিনেতা কে?

নাগার্জুনা আক্কিনেনি ওরফে নাগার্জুনা দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। আপনি যা পড়ছেন তা সঠিক! তিনি আঞ্চলিক দক্ষিণী সিনেমার অন্যতম বড় তারকা, যার স্টারডম রজনীকান্ত ও কমল হাসানকে ছাড়িয়ে গেছে। মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী, ডন অভিনেতা নাগার্জুনার মোট সম্পত্তির পরিমাণ ৪১০ মিলিয়ন ডলার (প্রায় তিন হাজার ৫৭২ কোটি রুপি)। তার এই সম্পদ বলিউড আইকন শাহরুখ ও জুহি চাওলার চেয়েও বেশি।

শীর্ষে নাগার্জুনা

অমিতাভ বচ্চন (তিন হাজার ২০০ কোটি), হৃতিক রোশন ( তিন হাজান ১০০ কোটি), সালমান খান (দুই হাজার ৯০০ কোটি), অক্ষয় কুমার (দুই হাজার ৭০০ কোটি) এমনকি আমির খানের ( এক হাজার ৯০০ কোটি) চেয়েও বেশি নাগার্জুনা।

নাগার্জুনার পরে সবচেয়ে ধনী দক্ষিণ ভারতীয় সুপারস্টার চিরঞ্জীবী, তার মোট সম্পদের মূল্য এক হাজার ৬৫০ কোটি রুপি বলে জানা গেছে। রাম চরণের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৩৭০ কোটি রুপি, কমল হাসানের মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি রুপি, রজনীকান্তের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি রুপি, জুনিয়র এনটিআরের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি রুপি এবং প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি রুপি।

নাগার্জুন অভিনয় ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। তিনি রিয়েল এস্টেট, সিনেমা ও স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করেছেন। তিনি টলিউডের অন্যতম বৃহত্তম প্রযোজনা সংস্থা ও অন্নপূর্ণা স্টুডিওর মালিক বলে জানা গেছে। তিনি রিয়েল এস্টেট ও নির্মাণ সংস্থা এনথ্রি রিয়েলটি এন্টারপ্রাইজের মালিক। দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী, নাগার্জুনের রিয়েল এস্টেটের মূল্য ৯০০ কোটি টাকা। নার্গাজুনা একটি ব্যক্তিগত জেট ও বিলাসবহুল গাড়িরসহ তিনটি স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির মালিক।

নাগার্জুন দক্ষিণী সিনেমায় তার কাজের জন্য জনপ্রিয় শিবা, ক্রিমিনাল ও খুদা গাওয়াহসহ বেশি কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মূলত মেরি জং: ওয়ান ম্যান আর্মি সিনেমাতে অভিনয়ের পর বড় তারকা হয়ে ‍ওঠেন। তাকে সর্বশেষ রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র সিনেমাতে দেখা গিয়েছিল।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago