বিয়ে নিয়ে ভুয়া খবর, ক্ষুব্ধ মেহরিন পিরজাদা

মেহরিন পিরজাদা। ছবি: সংগৃহীত

মেহরিন পিরজাদা দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তামিল, তেলেগু, হিন্দি ও পাঞ্জাবি সিনেমাতে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। অবশেষে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, হঠাৎ একদিন মেহরিন জানতে পারেন, তার বিয়ে হয়ে গেছে। তাও এমন এক ব্যক্তির সঙ্গে যার সঙ্গে কোনোদিন দেখাই করেননি। তবে এ ভুয়া খবর নিয়ে তিনি দুই বছর চুপ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের গুঞ্জন নিয়ে তিনি মুখ খুললেন।

ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি লেখেন, 'আজকাল কোনো যাচাই ছাড়াই ভুল তথ্য ছড়ানো যায়, সত্যিই অবাক করার মতো। আমি দুই বছর চুপ ছিলাম, কিন্তু টানা হয়রানির কারণে আজ কথা বলতে বাধ্য হলাম।'

তিনি একটি নির্দিষ্ট প্রকাশনার নাম উল্লেখ করে বলেন, তাকে এমন এক অজানা ব্যক্তির সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে, যাকে তিনি চেনেনই না, এমনকি কোনোদিন কথাও বলেননি।

'আমি কাউকে বিয়ে করিনি। তবে বিশ্বাস করুন, যখন বিয়ে করব, তখন পুরো বিশ্ব জানবে,' বলেন তিনি।

মেহরিন পিরজাদা ২০১৬ সালে তেলেগু সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এক বছর পর তিনি বলিউডে পা রাখেন, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন আনুশকা শর্মা, দিলজিৎ দোসাঞ্জ ও সুরজ শর্মা। একই বছরে তিনি তামিল সিনেমাতেও নাম লেখান।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago