এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কিত শ্রীলীলা
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক কনটেন্টের অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ভক্ত ও অনুসারীদের এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় শ্রীলীলা লেখেন, 'আমি দুই হাত জোড় করে সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনুরোধ করছি, এআই দিয়ে তৈরি অর্থহীন কনটেন্ট ছড়াবেন না। প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহারের মধ্যে পার্থক্য আছে।'
তিনি আরও লেখেন, 'এই পৃথিবীর প্রতিটি মেয়ে যে শিল্পে কাজ করুক না কেন, সে কারো না কারো কন্যা, নাতনি, বোন, বন্ধু বা সহকর্মী। আমরা এমন একটি শিল্প চাই, যেখানে কাজে আনন্দ থাকবে এবং নিরাপত্তার নিশ্চয়তা থাকবে। ব্যস্ততার কারণে অনলাইনের অনেক কিছু আমার নজরে আসেনি। তবে এ বিষয়ে আমাকে অবহিত করার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই।'
তিনি বলেন, 'আমি সবসময় বিষয়গুলো হালকাভাবে নিয়েছি এবং নিজের কাজ নিয়ে থেকেছি। তবে এগুলো খুবই অস্বস্তিকর। আমার সহকর্মীরাও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাই সবার পক্ষ থেকে আমি কথা বলছি। সৌজন্য বজায় রেখে, দর্শকদের ওপর আস্থা রেখে আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। বিষয়টি এখন কর্তৃপক্ষ দেখবে।'
কাজের দিক থেকে খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে শ্রীলীলার। তিনি অনুরাগ বসুর পরবর্তী সিনেমাতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন।
এ ছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি 'ছুমন্তর' অভিনয়শিল্পী দলে যোগ দিয়েছেন। এটি একটি ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা, যেখানে মূল চরিত্রে আছেন অভয় ভার্মা। সিনেমাটিতে শুরুতে নায়িকা হিসেবে ছিলেন অনন্যা পান্ডে। তবে আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরুর সময়ে অনন্যার আরেক প্রজেক্ট আছে। তাই তিনি সরে যান।
গুঞ্জন অনুযায়ী, সেই চরিত্রেই শ্রীলীলা চূড়ান্ত হয়েছেন। তিনি ইতোমধ্যে একটি টেস্ট ফটোশুটেও অংশ নিয়েছেন এবং নির্মাতারা তার কাস্টিং নিয়ে বেশ সন্তুষ্ট।
এছাড়া শ্রীলীলা আরও একটি হিন্দি সিনেমাতে ইব্রাহিম আলী খানের বিপরীতে অভিনয় করছেন।


Comments