আইনি জটিলতায় সালমান খান, আদালতের নোটিশ

Salman Khan
বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান আইনি ঝামেলায় পড়েছেন। রাজস্থানের ভোক্তা আদালত তার বিরুদ্ধে একটি আইনি নোটিশ জারি করেছে। অভিযোগ করা হয়েছে, সালমান খান পান মসলার বিজ্ঞাপন করেছেন। এর মাধ্যমে তিনি ও পান মসলা ব্র্যান্ড জনসাধারণকে বিভ্রান্ত করেছে।

আজ বুধবার বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের হাইকোর্টের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি এই মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, সালমান খান ও রাজশ্রী পান মসলা কোম্পানি ভোক্তাদের প্রতারিত করছে। একইসঙ্গে তিনি এই বিজ্ঞাপনগুলো বন্ধের দাবি জানিয়েছেন।

অভিযোগ কী নিয়ে

আইনজীবী হানির অভিযোগ অনুযায়ী, রাজশ্রী পান মসলা কোম্পানি ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান বিজ্ঞাপনে দাবি করেছেন, তাদের পণ্যে 'কেশর মেশানো এলাচ' ও 'কেশর মেশানো পান মসলা' রয়েছে।

কিন্তু আবেদনকারীর মতে, কেশরের দাম যেখানে কেজিপ্রতি প্রায় চার লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পণ্যে কেশর থাকা সম্ভব নয়। ফলে এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপন তরুণদের পান মসলা খাওয়ার অভ্যাসে উৎসাহিত করছে, যা মুখের ক্যানসারের অন্যতম কারণ।

হানি বলেন, 'সালমান খান অনেকের কাছে একজন আদর্শ ও রোল মডেল। আমরা কোটা ভোক্তা আদালতে অভিযোগ করেছি এবং শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে। বিদেশের তারকারা কোমল পানীয় পর্যন্ত প্রচার করেন না, আর এখানে তারা তামাক ও পান মসলার মতো ক্ষতিকর জিনিসের বিজ্ঞাপন করছেন।'

তিনি আরও বলেন, 'আমি সালমান খানের কাছে অনুরোধ করব, যেন তিনি তরুণদের ভুল বার্তা না দেন।'

আদালতের নির্দেশ

কোটা ভোক্তা আদালত সালমান খান ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে অভিযোগের বিষয়ে লিখিত জবাব চেয়েছে। এখনও পর্যন্ত সালমান খান বা কোম্পানি কেউই কোনো উত্তর দেয়নি বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago