এখন কেমন আছেন ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র । ছবি: সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে এ মাসের শুরুতে বার্ধক্যজনিত জটিলতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। তবে এনডিটিভিকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন ভালো আছেন, আগের চেয়ে অনেকটা সুস্থ।

মিথ্যা খবর ও গুজবে পরিবার ক্ষুব্ধ

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সেলিব্রিটি তাকে দেখতে গিয়েছিলেন। কিন্তু এর মাঝেই কিছু সংবাদমাধ্যম ভুল ও আতঙ্কজনক খবর ছড়ায়। সেসব প্রতিবেদনে দাবি করা হয়, ধর্মেন্দ্রর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরে এক পর্যায়ে মৃত্যুর ভুয়া সংবাদও ছড়িয়ে পড়ে। দেওল পরিবার এ নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে। তারা গুজব না ছড়ানোর জন্য বারবার অনুরোধ জানান।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের বিবৃতি

ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর পরিবার একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। মিডিয়া ও জনগণের কাছে অনুরোধ, দয়া করে আর কোনো গুজব ছড়াবেন না এবং তার ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানান। আমরা সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।

হাসপাতালের ভিডিও ফাঁস নিয়ে নতুন বিতর্ক

বলিউড হাঙ্গমার প্রতিবেদনে বলা হয়, এদিকে আরও একটি ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে, হাসপাতালের কক্ষ থেকে একটি ভিডিও ফাঁস হয়, যা সম্ভবত কোনো স্টাফ রেকর্ড করেছিলেন। ভিডিওতে দেখা যায়, ধর্মেন্দ্রর পাশে তার পরিবার উপস্থিত। ওই ভিডিওতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় ব্যাপক সমালোচনা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিবেদনে বলা হয়।

৯০তম জন্মদিনের প্রস্তুতি শুরু

এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হওয়ায় দেওল পরিবার অন্যদিকে মনোযোগ দিতে চাইছে। বলিউড হাঙ্গমার প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন ঘিরে পরিবার ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে।

এমন সময়ে নতুন করে পাওয়া সুস্থতার খবর পরিবার ও ভক্তদের আশ্বস্ত করেছে যে, তিনি সুস্থ হয়ে উঠছেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago