সাইফের ওপর হামলা, অবশেষে মন্তব্য করলেন কারিনা

সাইফ আলি খান, কারিনা কাপুর, ডার্টি ম্যাগাজিন
কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাসভবনে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। পরে অস্ত্রোপচারের মাধ্যমে আড়াই ইঞ্চি লম্বা ব্লেডের একটি অংশ অপসারণ করা হয়। ওই ঘটনার বহু মাস পেরিয়ে অবশেষে করিনা কাপুর খান এই ভয়াবহ ঘটনার বিষয়ে মুখ খুলেছেন।

তিনি বারখা দত্তের 'মোজো স্টিারি' অনুষ্ঠানে জানান, এমন ঘটনা মুম্বাইয়ে খুবই বিরল, তবে আমেরিকায় অনেক বেশি ঘটে। তবুও, আমি এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারছি না।

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

অভিনেত্রী জানান, ঘটনার পর কয়েক মাস ধরে তিনি খুব উদ্বেগের মধ্যে ছিলেন। তার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগেছে। মনের মধ্যে এক ধরনের ভয় ঢুকে গেছে, কোনোভাবে ভুলতে পারছি না। যেমন কেউ মারা গেলে আপনি কখনোই পুরোপুরি ভুলতে পারেন না। তবে আমার সন্তানদের ওপর এই ভয় চাপিয়ে দিতে পারি না।

তিনি আরও বলেন, আমাদের কঠিন সময় পার করতে হয়েছে, সবসময় দুশ্চিন্তার ভেতর দিয়ে যেতে হয়েছে। দুই ছেলে তৈমুর ও জেহ সব দেখেছে, তাই সন্তানদের সামলানোও ছিল আরেকটি বড় মানসিক চ্যালেঞ্জ।

এই বিপদের সময় সবাইকে রক্ষা করার জন্য কারিনা স্রষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ছোট ছেলে জেহ এখনো বিশ্বাস করে, তার বাবা সাইফ আলি খান একজন ব্যাটম্যান বা আয়রনম্যান। কারিনার আশা, এই অভিজ্ঞতা তৈমুর ও জেহকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে।

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

'তারা রক্ত আর সবকিছু নিজের চোখে দেখেছে। আমি মনে করি, এই ট্রমা তৈমুর ও জেহকে একেবারে আলাদা রকমের মানুষ করে তুলবে। তারা এতদিন খুব সুরক্ষিত পরিবেশে ছিল, হঠাৎ করেই এমন একটা বাস্তবতা দেখেছে। তারা এখন বুঝতে পারবে, এমন ঘটনাও বাস্তবে ঘটতে পারে।'

কারিনা জানান, তিনি চেষ্টা করছেন নিজের মানসিক চাপ ও উদ্বেগ সন্তানদের ওপর না পড়তে দিতে।

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

10h ago