বাংলাদেশে আসছে এলভিস প্রিসলির বায়োপিক

ছবি: সংগৃহীত

রকএন রোলের রাজা এলভিস প্রিসলির বায়োপিক 'এলভিস' আগামী ২৪ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একইদিনে বাজ লারম্যান পরিচালিত সিনেমাটি বাংলাদেশে মুক্তির সম্ভাবনা আছে।

এর আগে, 'এলভিস' কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান। এবারের কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় অভিবাদন পেয়েছে সিনেমাটি।

'এলভিস' সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পীর জীবন এবং গানে অভূতপূর্ব খ্যাতি পাওয়ার দিকটি ফুটে উঠেছে। রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তার ২০ বছরের জটিল সম্পর্ক আয়না দিয়ে দেখা হয়েছে। সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এলভিসের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি প্রিসিলা প্রিসলি।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার। এলভিস প্রিসলির ম্যানেজার কর্নেল টম পার্কার চরিত্রে আছেন টম হ্যাঙ্কস। এলভিসের স্ত্রী প্রিসিলা প্রিসলি হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলিভিয়া ডিজঞ্জ।

Comments

The Daily Star  | English
Foreign banks profits vs social spending in Bangladesh

Foreign banks top profits, trail in social spending

CSR spending by multinational lenders was just 0.56% last year, compared with 9% by Islamic banks

12h ago