‘হাওয়া' দিয়ে সিলেটে যাত্রা শুরু করছে সিনেপ্লেক্স

ছবি: সংগৃহীত

আগামী ২৯ জুলাই থেকে সিলেট নগরীর বিমানবন্দর সড়কে আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যাত্রা শুরু করছে 'গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স'।

সবকিছু ঠিক থাকলে 'হাওয়া' সিনেমা প্রদর্শনের মাধ্যমে সিলেটের প্রথম এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী।

২৯ জুলাই থেকে বাণিজ্যিকভাবে ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে চালু হবে এই সিনেপ্লেক্স। ছবি: সংগৃহীত
 

তিনি বলেন, 'হোটেল নির্মাণের সময়ই আমরা সিনেপ্লেক্সটি তৈরি করি। আমাদের সাউন্ড সিস্টেম সবচেয়ে উন্নতমানের  ও ভালো কোয়ালিটির। আমরা এতদিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালিয়েছি। আসছে ২৯ জুলাই থেকে বাণিজ্যিকভাবে 'হাওয়া' সিনেমার মাধ্যমে চালু করতে হচ্ছে।'

সিনেপ্লেক্সটির উদ্বোধনের দিন তারকা শিল্পীরা উপস্থিত থাকবেন জানিয়ে ফখর উদ্দিন রাজী বলেন, 'এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago