ডিক্যাপ্রিওর নতুন সিনেমা আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশে চলবে

হলিউড সিনেমাপ্রেমীদের কাছে লিওনার্দো ডিক্যাপ্রিও প্রিয় নাম। টাইটানিক-খ্যাত এই অভিনেতার অগণিত ভক্ত-অনুরাগী সারা বিশ্বজুড়ে, যারা তার সিনেমা দেখার অপেক্ষায় থাকেন।
পর্দায় আসছে ডিক্যাপ্রিওর নতুন সিনেমা 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'।
আগামী ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। বাংলাদেশের দর্শকরাও একই দিনে দেশের মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে পাবেন।
মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলারধর্মী ওই ছবির পরিচালক পল টমাস অ্যান্ডারসন।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে।
ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ।
১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত ছবিটিকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে।

ডিক্যাপ্রিও বলেন, 'অ্যান্ডারসন সবসময় দারুণ ছবি বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন।'
সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং পরিচালক অ্যান্ডারসন দু'জনের ক্যারিয়ারেই সাফল্যের নতুন মাত্রা যোগ করবে ছবিটি।
Comments