৭ দিনেই শাকিবের ‘বরবাদ’ সিনেমার টিকিট বিক্রির আয় ২৭ কোটি ছাড়াল

বরবাদ

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বর্তমান সময়ে ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের অন্যতম শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমাটি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এখন পর্যন্ত সারাদেশে কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনের হালনাগাদ তথ্য মতে,  সাত দিনে বরবাদ সিনেমার টিকিট বিক্রি থেকে আয়ের পরিমাণ ২৭ কোটি ৪৩ লাখ টাকা।  

এর আগে, ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খান অভিনীত 'প্রিয়তমা' সিনেমাটি এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল।

বরবাদ সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত
বরবাদ সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

মাত্র সাতদিনেই 'বরবাদ' সেই সাফল্যে পৌঁছে গেল।

ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে রাজধানীতে প্রায় ৬৫টি শো চলছে বরবাদ সিনেমার।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে 'বরবাদ' সিনেমাটি। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীত আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম 'চাঁদমামা' গানে পারফর্ম করেছেন কলকাতার  অভিনেত্রী নুসরাত জাহান।

 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago