গ্যালাক্সি নোট ৭ মোবাইল ফোন উৎপাদন স্থগিত করল স্যামসাং

গ্যালাক্সি নোট ৭
গ্যালাক্সি নোট ৭

স্যামসাং ইলেট্রনিক্স বহুল আলোচিত স্মার্ট মোবাইল ফোন গ্যালাক্সি নোট ৭ উৎপাদন স্থগিত করেছে বলে সোমবার এক রিপোর্টে জানানো হয়।

ব্যাটারী বিস্ফোরণ ঘটনায় ফোন সেট ফেরত নেয়ার ঘোষণার একমাস পর মোবাইল ফোন কোম্পানিটি এই সিদ্ধান্ত নেয়।

তাছাড়া, দুটি প্রধান বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের মোবাইল সেট বদলে দেয়ার প্রক্রিয়া বন্ধ করার ঘোষণার একদিন পরই এই সিদ্ধান্ত আসে।   

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নাপ-এর এক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ স্মার্ট মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করে।

রিপোর্টটির তথ্য উৎস হিসেবে স্যামসাং মোবাইলের এক সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার কথা বলা হলেও ওই কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।

ভোক্তা নিরাপত্তা নিয়ন্ত্রণকারীদের সমন্বয়ে গ্যালাক্সি নোট ৭ উৎপাদন সাময়িক স্থগিত করার এই সিদ্ধান্তটি নেয়া হয়, ওই কর্মকর্তা ইয়নাপকে জানান।

২ সেপ্টেম্বর গ্যালাক্সি নোট ৭ মোবাইল ফোন বিক্রি স্থগিত করার সিদ্ধান্ত নেয় স্যামসাং। এর পাশাপাশি, বিক্রি হওয়া যেসব সেটে চার্জ হওয়ার সময় লিথিয়াম-আয়ন ব্যাটারী বিস্ফোরণের অভিযোগ এসেছে সেসব ফেরত নেয়ার কথা জানায়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

6m ago