বোমা নিষ্ক্রিয়করণ চলছে, আতিয়া মহলে চারটি বিস্ফোরণ

সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলে প্রবেশের পর চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি: স্টার

সিলেটের আতিয়া মহল থেকে আজ দুপুরের পর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বাড়িটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিস্ফোরণের শব্দগুলো শোনা যায়।

আমাদের সিলেট প্রতিনিধি জানান, দুপুর ১টার দিকে ভবনটি থেকে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বাসুদেব বণিক বিস্ফোরণের কথা নিশ্চিত করে জানান, সেনা কমান্ডোরা ভবনের ভেতরে মৃতদেহ উদ্ধার ও বোমা নিষ্ক্রিয় করছেন।

গতকাল বিকালে অপারেশন টোয়াইলাইটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘আতিয়া মহল’-এ চার জঙ্গি নিহত হয়েছে। সেখানে আর কোন জীবিত জঙ্গি থাকার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মৃত জঙ্গিদের দেহে সুইসাইড ভেস্ট দেখা গেছে। বাড়িটির ভেতরে বিক্ষিপ্তভাবে বোমা ছড়িয়ে-ছিটিয়ে আছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
 Editors Council

‘We have witnessed such practices in the past’

Editors' Council condemns arrest of journalist Anis Alamgir

29m ago