সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এরপর ঢাকাগামী কালনী এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ছেড়ে গেছে।'
এর আগে, আজ সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Comments