রংপুরে কমিউটার ট্রেনের ৬ বগি লাইনচ্যুত

পীরগাছা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটির ৬ বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ক্রসিং শেষে লাইন পরিবর্তনের সময় হঠাৎ একটি পয়েন্ট ভেঙে গেলে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।'

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।

ট্রেনযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন থেকে ছাড়ার প্রায় ৪০০ মিটার দূরে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। তখন গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এদিকে, ট্রেন থেমে গেলে স্থানীয় কিছু লোক ট্রেনে উঠে মালামাল লুটের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্রেনযাত্রী মনসুর আলী ডেইলি স্টারকে বলেন, 'যাত্রীরা মালামাল লুটের চেষ্টা হচ্ছে বুঝে আমরা মালামাল নিজ হেফাজতে রাখি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আমাদের অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে রংপুর বা কাউনিয়া যেতে হয়েছে।'

জানতে চাইলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আশা করছি আজ রাতের মধ্যেই ট্রেনটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।'

তিনি জানান, লাইনচ্যুতের কারণে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, এবং বিভিন্ন কমিউটার ও লোকাল ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে কোনো ট্রেন চলাচল করতে পারবে না।

Comments