বেরোবিতে বহিরাগত প্রবেশে ৬২ ঘণ্টার নিষেধাজ্ঞা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় । ছবি: দিলীপ রায়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাৎবার্ষিকী ও 'জুলাই শহীদ দিবস'। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আজ ১৩ জুলাই রোববার সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই বুধবার সকাল ৯টা পর্যন্ত ৬২ ঘণ্টা বহিরাগতদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এ সময় কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। নবীন শিক্ষার্থীরা যারা এখনো আইডি কার্ড সংগ্রহ করেননি, তাদের জন্য নিজ নিজ বিভাগীয় প্রধানদের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, 'জুলাই শহীদ দিবসের গুরুত্ব বিবেচনায় ক্যাম্পাসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।'

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ জুলাই দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে রংপুরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা। তারা হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও ইউজিসির সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, 'শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চারজন উপদেষ্টা ছাড়াও শহীদ পরিবারের ২১ জন সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

24m ago