গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ট্রেন
ঢাকা-জয়দেবপুর রেলপথের গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের ৩টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ আছে। 

রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলপথের গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের ৩টি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাত সোয়া ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মুহাম্মদ শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন তখন ঘটনাস্থলে যাচ্ছিল। 

তবে লাইনচ্যুত বগি উদ্ধার করতে কতক্ষণ সময় লাগে তা সঠিকভাবে বলতে পারেননি তিনি।

এদিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে জানান, ট্রেন দুর্ঘটনায় আহত ১২ জন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন।

তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আহত একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago