ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন

ছবি: রয়টার্স ফাইল ফটো

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এখন ৮০ রুপিতে মিলছে এক ডলার।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের নীতিনির্ধারকরা রুপির দরপতন ঠেকানোর পথ খুঁজছেন। তারা স্বর্ণ আমদানিতে বাড়তি করের কথাও ভাবছেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেড'র অর্থনীতিবিদ ও বৈদেশিক মুদ্রা বিশেষজ্ঞ ধীরাজ নিম গণমাধ্যমকে বলেন, 'রুপির আরও দরপতনের আশঙ্কা আছে। তেলের দাম ও বাণিজ্যিক ভারসাম্যহীনতা বাড়ার কারণে এমনটি হতে পারে।'

সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির অবস্থান ছিল ৭৯ দশমিক ৯৮ এবং তা বেড়ে ৮০ দশমিক শূন্য ১ এ দাঁড়ায়। এখন তা ৮০ দশমিক শূন্য ১, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহেই কয়েকটি ব্যাংক এক ডলারের বিপরীতে ৮০ রুপি চেয়েছিল।

চলতি বছরে ভারতীয় রুপির ৭ শতাংশ দরপতন হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গতকালের তথ্য অনুসারে, এক ডলারের বিপরীতে টাকার দাম ছিল ৯৩ দশমিক ৯৫।

Comments

The Daily Star  | English
Food price inflation

Inflation eases slightly to 8.29% in August

The decline was mainly driven by a notable fall in non-food inflation

Now