২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের দর হঠাৎ কমে যাওয়ায় আজ সোমবার নিলামের মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দামে ৩৫৩ মিলিয়ন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

এর ফলে চলতি অর্থবছরে এ পর্যন্ত ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার কেনা হলো।

এদিন আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত ১১ সেপ্টেম্বর ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

জ্বালানি, সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধ করতে ২০২৪-২৫ অর্থবছরের আগের তিন বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল।

তবে গত বছরের আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর রিজার্ভ হ্রাসের কারণ দেখিয়ে সরকারি উদ্যোগে আমদানির জন্য ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকারের লক্ষ্য রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হঠাৎ ডলারের দর বেশি ওঠা-নামা বাজারের স্থিতিশীলতার জন্য ভালো নয়। বাজার স্থিতিশীল রাখতে তাই ডলার কেনা হয়েছে।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

36m ago