নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীদের মরদেহ। ছবি: কাঠমান্ডু পোস্ট থেকে নেওয়া

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিধ্বস্ত তারা এয়ার উড়োজাহাজের ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নেপালের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দিও চন্দ্র লাল কার্নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৯ যাত্রী ও ৩ ক্রুসহ ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার কার হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বিধ্বস্ত উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ১৬ জন নেপালি, ৪ জন ভারতীয় ও ২ জন জার্মান। দুর্গম পার্বত্যভূমি ও খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি ব্যাহত হয়।

কানাডার দি হাভিল্যান্ড প্রতিষ্ঠানের তৈরি ডিএইচসি-৬-৩০০ টুইট ওটার উড়োজাহাজটি গত রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে পর্যটন শহর পোখারা থেকে উড্ডয়নের পর ৮০ মাইল দূরে পার্বত্য শহর জমসমে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ জানতে নেপাল সরকার তদন্ত কমিটি গঠন করেছে।

Comments

The Daily Star  | English

19 killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

6h ago