শ্রীলঙ্কায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সেনা টহল। ছবি: রয়টার্স ফাইল ফটো

অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় ৭ ঘণ্টার জন্য কারফিউ তুলে নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় কারফিউ তুলে নেওয়ার পর তা দুপুর ২টায় আবারও দেওয়া হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া ডিভিশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর গতকাল বুধবার জানিয়েছে, 'বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় আবারও কারফিউ দেওয়া হবে এবং তা পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।'

Comments

The Daily Star  | English
Factors Behind Lower Energy Imports Bangladesh

Energy efficiency saved $3.3b in FY24

Households and industries adopting LED lighting, efficient furnaces, waste-heat recovery contributed

14h ago