অতিরিক্ত আইজিপির বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর রমনা এলাকায় অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিকের বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় রমনা থানায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এএসআই ফজলুল হক মামলাটি করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম।

ওসি জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর আজ দুপুর ২টার দিকে গৃহকর্মী মৌসুমি আক্তারের (১৪) মরদেহ টাঙ্গাইলের ঘাটাইলে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। সে ঘাটাইলের মৃত মোক্তার হোসেনের মেয়ে।

ওসি আরও জানান, গত ৩ বছর ধরে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিকের রমনা অফিসার্স কোয়ার্টারের বাসায় গৃহকর্মী হিসেবে ছিল মৌসুমি। আবু হাসান মুহম্মদ তারিক বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রমনা থানার ডিউটি অফিসার এসআই মফিজুর রহমান জানান, গতকাল বিকেলে ওই বাসায় গৃহকর্মীর মৃত্যুর কথা জানতে পেরে সেখানে যায় পুলিশ। বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে মর্গ সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের পর আজ পুলিশ মরদেহ নিয়ে যায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৌসুমির পরিবারের কোনো সদস্যকে মর্গে দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

Yunus begins meeting political leaders to discuss pressing issues

Yunus is scheduled to hold another meeting with leaders of different Islamist parties after this

53m ago