বিসিবি পরিচালক আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের নাম সাহিদা আক্তার (২২)। ১২ বছর ধরে তিনি আকরাম খানের বাসায় কাজ করছিলেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের কাছ থেকে জানা যায়, খবর পেয়ে পুলিশ দুটি ভবনের মাঝে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, 'আকরাম খানের পরিবারের ওই ভবনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে (গৃহকর্মী) ওই ফ্ল্যাটে দেখা গেছে। তিনি কীভাবে ভবন থেকে পড়ে গেলেন তা তদন্ত করে দেখছে পুলিশ।'

Comments

The Daily Star  | English

No battery-run rickshaws on major Dhaka roads: DNCC administrator

"A high-level committee will be formed shortly to prepare policies and finalise the standard model"

13m ago