পুরো আইপিএল খেলতে এনওসি পেলেও মাঝে ফিরতে হবে মোস্তাফিজকে

আইপিএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে আট দিনের জন্য দেশে ফিরতে হবে এই বাঁহাতি পেসারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

মঙ্গলবার আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোন ক্রিকেটারের এটাই সর্বোচ্চ মূল্য। তাকে দলে পেতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসও চেষ্টা চালিয়েছিল। বিশেষকরে চেন্নাইর প্রবল চেষ্টা ছাপিয়ে এই পেসারকে রেকর্ড মূল্যে দলে নেয় কলকাতা।

তবে তখন থেকেই আলোচনা ছিল আইপিএলে পুরো আসর খেলতে পারবেন কি-না মোস্তাফিজ। কারণ একই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ সিরিজ খেলবে টাইগাররা। তবে বিষয়গুলো খোলাসা করে ফাহিম বলেন, 'মোস্তাফিজকে আমরা পুরো আইপিএলের জন্য এনওসি দিয়েছি।'

পুরো সিরিজের জন্য দিলেও মাঝে ফিরতে হবে মোস্তাফিজকে। ফাহিম বলেন, 'শুধু নিউজিল্যান্ড সিরিজে যে তিনটি ওয়ানডে ম্যাচ আছে, সেখানে সে জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।' তার কথায়, ওই সিরিজ খেলতে মোস্তাফিজকে মোট আট দিনের জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে।

এই সিদ্ধান্তের পেছনে জাতীয় দলের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান বিসিবি কর্মকর্তা। ফাহিম বলেন, 'নিউজিল্যান্ড সিরিজে যেন আমরা পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারি, সেটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি ছিল। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া।'

আইপিএলের মতো টি-টোয়েন্টি পরিবেশ থেকে সরাসরি ওয়ানডে সিরিজে খেলা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, এ কথা স্বীকার করলেও ফাহিম মনে করেন, বিষয়টির ইতিবাচক দিকও আছে। তার ভাষায়, 'হ্যাঁ, টি-টোয়েন্টি এনভায়রনমেন্ট থেকে এসে ওয়ানডে খেলা মানে একটা ট্রানজিশন পিরিয়ড থাকতে পারে। তবে একই সঙ্গে সে যে লেভেলে খেলবে, যে প্রতিযোগিতামূলক পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারবে, এই সম্ভাবনাটাও রয়েছে।'

সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানান তিনি, 'আমরা সব হিসাব–নিকাশ করে দেখেছি যে মোস্তাফিজের প্রেজেন্সটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের যে বিদ্যমান শক্তি আছে, সেখানে সে থাকলে দল আরও বেশি শক্তিশালী হয়। সেই বিবেচনাতেই এই সিদ্ধান্ত।'

ফলে আইপিএলের মঞ্চে নিজের দক্ষতা দেখানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলের জার্সিতে দায়িত্ব পালন করবেন মোস্তাফিজ, এমন সমন্বিত পরিকল্পনাই নিয়েছে বিসিবি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago