পিছিয়ে গেল বিপিএলের নিলাম

BPL
ছবি: ফিরোজ আহমেদ

এক সপ্তাহ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, আগামী ২৩ নভেম্বর হবে বিপিএলের খেলোয়াড় নিলাম। তবে তা পিছিয়ে দেওয়া হলো। পরিবর্তিত সূচিতে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

বিপিএল গভর্নিং কাউন্সিল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারিখের পাশাপাশি বদলে গেছে আয়োজনের ভেন্যুও। ঢাকার লা মেরিডিয়ান হোটেলের বদলে খেলোয়াড় নিলাম হবে র‌্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করা এবং একটি পরিপূর্ণ ও সুসংগঠিত নিলাম অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আসন্ন বিপিএল টি-টোয়েন্টির ১২তম আসরের প্রস্তুতির অংশ হিসেবে নিলাম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন মৌসুমের জন্য নিজেদের দল গঠন করবে।'

বিপিএলের আগের আসরগুলোর মতো অব্যবস্থাপনা আসন্ন মৌসুমের আগেও উঠে আসছে। বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজির অনুরোধের প্রেক্ষিতে বিপিএল গভর্নিং কাউন্সিল ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ১৮ নভেম্বর করে।

সেই সময়সীমা শেষ হলেও কেবল তিনটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে বলে গতকাল জানা যায়। এদিন সূত্র মারফত জানা গেছে, চারটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। তবে এখনও কিছু সমস্যা অমীমাংসিত রয়ে গেছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গতকাল দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়, তবে ফ্র‍্যাঞ্চাইজি ফি হিসেবে তাদের দেওয়া ২ কোটি করে টাকা বাজেয়াপ্ত করা হবে। কিন্তু গ্যারান্টি ছাড়া এগোতে গেলে অতীতের সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।'

ব্যাংক গ্যারান্টি এখনও পুরোপুরি নিশ্চিত না হওয়াতেই মূলত বিপিএল গভর্নিং কাউন্সিল খেলোয়াড় নিলামের তারিখ পিছিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক যুগ পর আবারও বিপিএলে ফিরছে জনপ্রিয় নিলাম ব্যবস্থা। এর আগে সবশেষ ২০১২ ও ২০১৩ সালে অর্থাৎ বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাইয়ে নিলাম পদ্ধতি ছিল।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া বিপিএলে অংশ নিচ্ছে মাত্র পাঁচটি দল। এর মধ্যে পুরনো দুটি হলো রংপুর রাইডার্স (টগি স্পোর্টস) ও ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস) এবং নতুন তিনটি চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) এবং সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago