আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর পর্বে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম ধাপে, বিশেষ করে সিলেট পর্বে একাধিক দলের তারকা বিদেশিরা মাঠে নামতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে।

আইএলটি-টোয়েন্টির লিগ পর্ব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে প্লে-অফ ও ফাইনাল। বিপিএলের অনেক বিদেশি খেলোয়াড় বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত। তাদের দল যদি প্লে-অফে ওঠে, তবে ২ জানুয়ারি পর্যন্ত চলা সিলেট পর্বে খেলোয়াড় সংকটে পড়তে পারে সংশ্লিষ্ট বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঢাকা ক্যাপিটালস শক্তিশালী বিদেশি স্কোয়াড গড়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে নিয়ে। তবে তিনজনই এখন আইএলটি-টোয়েন্টি খেলছেন। বিশেষ করে শানাকার অংশগ্রহণ পুরো টুর্নামেন্টজুড়েই অনিশ্চিত। সম্প্রতি তাকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার টি–টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে, আর জানুয়ারির শুরুতেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ঘরের মাঠের সিরিজ রয়েছে লঙ্কানদের।

তবে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ আশাবাদী উসমান খান, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ ও জুবাইদ আকবরিকে শুরু থেকেই পাওয়া যাবে। চারজনই ২৪ ডিসেম্বরের মধ্যে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

রংপুর রাইডার্সও পড়েছে অনিশ্চয়তায়। অলরাউন্ডার কাইল মেয়ার্সের আইএলটি-টোয়েন্টি দল গালফ জায়ান্টস বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে, বাকি আছে দুটি ম্যাচ। তারা যদি প্লে-অফে ওঠে, তবে ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিলেট পর্বের অন্তত কিছু ম্যাচে মেয়ার্সকে নাও পেতে পারে রংপুর।

রংপুরের এক কর্মকর্তা বলেন, 'মেয়ার্সের দল যদি আইএলটি-টোয়েন্টি থেকে ছিটকে যায়, তাহলে শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছি। না হলে কয়েকটি ম্যাচ মিস করতে পারে।' তবে তাদের অন্য বিদেশিরা শুরু থেকেই পাওয়া যাবে বলে প্রত্যাশা।

নতুন দল নোয়াখালী এক্সপ্রেসও অপেক্ষায় রয়েছে কয়েকজন বিদেশি ক্রিকেটারের। মোহাম্মদ নবী ও সাদেকুল্লাহ আতাল বর্তমানে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএলটি-টোয়েন্টি খেলছেন, আর জনসন চার্লস ব্যস্ত শারজাহ ওয়ারিয়র্সে। নিজেদের আইএলটি-টোয়েন্টি অধ্যায় শেষ করেই তারা বিপিএলে যোগ দেবেন। তবে শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসের প্রাপ্যতা নিয়ে বড় শঙ্কা, চোটের কারণে তার অস্ত্রোপচার লাগতে পারে বলে জানা গেছে।

সিলেট টাইটান্সের মঈন আলি ও আজমতুল্লাহ ওমরজাই দুজনই আইএলটি-টোয়েন্টির গালফ জায়ান্টসের সদস্য, সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট শেষ হলেই বিপিএলে যোগ দেওয়ার কথা।

এদিকে আইএলটি-টোয়েন্টিতে খেলা বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান (দুবাই ক্যাপিটালস) ও তাসকিন আহমেদ (শারজাহ ওয়ারিয়র্স) ২৪ ডিসেম্বর এনওসি শেষ হওয়ার পর নিজ নিজ বিপিএল দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Comments