বিপিএলে নাহিদ রানার ফোকাস ইয়র্কার ও স্লোয়ার বলেই

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের উন্নত করা বোলিং অস্ত্রগুলো পুরোপুরি কাজে লাগাতে মুখিয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ২৩ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার।

রোববার বসুন্ধরা স্পোর্টস সিটিতে রংপুরের অনুশীলন সেশন শেষে নাহিদ জানান, বিপিএলে তার মূল লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখা এবং অনুশীলনে ঝালিয়ে নেওয়া স্কিলগুলো ম্যাচে প্রয়োগ করা।

'আমি ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। এই বিপিএলে আমি যে স্কিলগুলো নিয়ে কাজ করেছি, সেগুলো মাঠে প্রয়োগ করতে চাই,' বলেন নাহিদ।

নিজের মানসিকতা ও ভূমিকা নিয়ে নাহিদ আরও যোগ করেন, 'প্রতিটি ম্যাচেই আমার ফোকাস একটাই, ধাপে ধাপে এগোনো। নিজের সামর্থ্য অনুযায়ী দলকে সাহায্য করার চেষ্টা করব। আমি জানি আমার শক্তির জায়গাগুলো কোথায়, সেগুলোর ভিত্তিতেই দলের জন্য অবদান রাখতে চাই।'

টি–টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্টভাবে কোন দিকগুলোতে বেশি মনোযোগ দিচ্ছেন, এমন প্রশ্নে নাহিদ জানান, মূলত বোলিংয়ের এক্সিকিউশন আরও নিখুঁত করাতেই তার কাজ।

'আমি নিখুঁত ইয়র্কার আর স্লোয়ার বল নিয়ে বেশি কাজ করছি। টি–টোয়েন্টি ক্রিকেটে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর অস্ত্র, এই জায়গাগুলোতেই এখন আমার সবচেয়ে বেশি ফোকাস,' বলেন তিনি।

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নাহিদ। বিপিএলে কোনো ব্যক্তিগত মাইলফলক ঠিক করে রাখেননি বলেও জানান তিনি।

'আমি এমন কোনো লক্ষ্য ঠিক করি না যে আমাকে সর্বোচ্চ উইকেটশিকারি হতে হবে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যদি দুটি উইকেট নিতে পারি, তাতেই আমি সন্তুষ্ট থাকব,' বলেন নাহিদ।

বিপিএল শুরু হওয়ার আগে নাহিদ রানার এই পরিণত মানসিকতা ও স্পষ্ট লক্ষ্য রংপুর রাইডার্সের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

Comments