পরিস্থিতির কারণে সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আসন্ন গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়াতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবে শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি রংপুর। এবং আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে ঘিরে দল গোছানোর সময় সাকিবের প্রতি আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিটির। তবে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, সাকিবকে দলে নিলে কেমন প্রতিক্রিয়া হবে তা নিয়ে নিশ্চিত ছিল না ম্যানেজমেন্ট।

সাবেক সরকারের অংশ হিসেবে পরিচিত সাকিব, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর দেশে ফেরেননি। এমনকি গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজ দেশের মাঠে বিদায়ী টেস্টেও অংশ নিতে পারেননি তিনি।

এই প্রসঙ্গে শানিয়ান বলেন, 'সাকিব আল হাসান এখনও বাংলাদেশের অন্যতম মূল্যবান ক্রিকেটার, শুধু তাই নয়, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা রয়েছে। আমরা তাকে দলে নিতে চাইনি—এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।'

'সাকিব আল হাসানকে একসাথে ব্যাটসম্যান, স্পিনার ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে পাওয়া যায়। তার উপস্থিতি অনেক সমস্যার সমাধান করে দেয়। ক্রিকেটার হিসেবে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি,' যোগ করেন তিনি।

সাকিবকে দলে না নেওয়ার বিষয়ে তাদের ওপর কোনো প্রকার 'উপরমহলের' নির্দেশনা ছিল না বলে জানান শানিয়ান। এটি সম্পূর্ণভাবে দল পরিচালনার নিজস্ব সিদ্ধান্ত জানিয়ে বলেন, 'আমরা সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কারও কাছ থেকে কোনো নির্দেশ পাইনি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া আসত।'

'যেমন সোহানও বলেছে, আমরা সাকিব আল হাসানকে কেবল একজন ক্রিকেটার হিসেবেই দেখি, তার অন্যান্য পরিচয় আমাদের বিষয় না। আমার বিশ্বাস, সাকিব নিজেও বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন,' যোগ করেন শানিয়ান।

এদিকে রংপুর রাইডার্স তাদের গ্লোবাল সুপার লিগ স্কোয়াড ঘোষণা করেছে। দলটি এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলছে।

রংপুর রাইডার্স স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।

Comments

The Daily Star  | English

American doctors who exposed the Nixon–Kissinger lies

Due to its strong ties to Pakistan as a Cold War ally, the Nixon administration declined to recognise the genocide.

10h ago