মুশফিকের অভিষেক টেস্টের মতন শততম টেস্টেরও সবগুলো বল দেখবেন সাকিব
কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আক্ষেপে পুড়ছেন সাকিব আল হাসান। বিকেএসপির বড় ভাই, সাবেক সতীর্থ মুশফিকুর রহিমের শততম টেস্টে খেলতে না পারার আক্ষেপ আড়াল করেননি তিনি। বাংলাদেশ দলে পাশাপাশি হাত ধরে দীর্ঘ সময় পার করা সাকিব স্মৃতিচারণ করে ফিরে গেলেন পুরনো সময়ে। মুশফিকের অভিষেক টেস্ট টিভিতে দেখার স্মৃতি তুলে ধরে শততম টেস্টের প্রতিটি বলও দেখার প্রতিজ্ঞা করেছেন তিনি।
বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব রাজনৈতিক কারণে এখন দলের বাইরে। দেশে ফিরতে না পারা সাকিব খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বর্তমানে আবুধাবি টি-টেন লিগ খেলছেন তিনি।
সেখান থেকে মুশফিকের শততম টেস্ট উপলক্ষে বার্তা দেন সাকিব। নিজের ফেসবুক পেইজে ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার লিখেছেন, 'লর্ডসে যখন আপনি আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন, আমি বিকেএসপিরর রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।'
'আপনি অনেকদিন ধরে খেলছেন। আপনার খেলায় সবকিছু উজাড় করে দিয়েছেন। বয়সভিত্তিক দলে যখন আপনি নেতৃত্ব দিতেন, তখন থেকেই আপনাকে আমি আমার অধিনায়ক হিসেবে দেখেছি৷ আর যতদিন ক্রিকেট খেলব, আপনি সবসময়ই আমার অধিনায়ক হয়ে থাকবেন।'
'মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যে অর্জন যেকোনো ক্রিকেটারের জন্যই ইতিহাস। যেমনভাবে আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনি যে প্রতিটি বল খেলবেন, আমি দেখব।'
ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নিতে চাওয়া সাকিবের ইচ্ছা পূরণ হয়নি। ঐতিহাসিক মুহুর্তে মুশফিককে সঙ্গ দিতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি, 'আশা করি আপনি এই ম্যাচটা উপভোগ করবেন। আর ইচ্ছে করে, ইশ! যদি আমি আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠেই আপনার গৌরব উদযাপন করতে পারতাম।'


Comments