বিপিএল

কোচকে হারানোর শোকের দিনে ঢাকার নায়ক ইমাদ

Dhaka Capitals

আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিনও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে থামিয়ে শুরুতেই প্রভাব বিস্তার করেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ইমাদের তোপে রাজশাহী ওয়ারিয়র্সকে অল্প রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতে জয় নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির রহমান।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এই জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে এক শোকাতুর ঘটনা। শনিবার ম্যাচের আগে ওয়ার্মআপের সময় ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন শোকস্তব্ধ পরিস্থিতির মধ্যেই মাঠে নেমে জয় তুলে নিল ঢাকা।

রাজশাহীকে ১৩২ রানে অলআউট করার পর ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে রাজশাহীর ইনিংস ধসিয়ে দেন ইমাদ। রান তাড়ায় ওপেনার সাইফ হাসান ব্যর্থ হলেও ৩৯ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন তরুণ বাঁহাতি ব্যাটার মামুন। আর শেষ দিকে ১০ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ২১ রান করে অভিজ্ঞতার পরিচয় দেন সাব্বির রহমান।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে শুভসূচনা করে ঢাকা। এরপর তানজিদ হাসান তামিমকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন শান্ত। তানজিদ ১৫ বলে ২০ রান করে বিদায় নিলেও শান্ত ছিলেন সাবলীল। ২৮ বলে ৩৭ রান (২ চার ও ২ ছক্কা) করে শান্ত আউট হওয়ার পর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি (২৩ বলে ২৪)। ফলে বড় সংগ্রহ পায়নি রাজশাহী।

সহজ রান তাড়ায় শুরুতেই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে খেলেন মামুন। উসমান খান ও মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। মামুন ব্যক্তিগত ৪৫ রানে ফিরলেও পরবর্তী ব্যাটাররা কোনো ভুল করেননি। নাসির হোসেন ও শামীম হোসেনের পর সাব্বির রহমানের ক্যামিও ইনিংসে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago