জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

Faheem Ashraf
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে আসা ফাহিম আশরাফ সিলেট পর্ব শেষে চলে যাবেন। আবার ফিরতে পারেন শেষ দিকে। ছবি: রংপুর রাইডার্স

এবারের বিপিএলে শুরু থেকেই নামি বিদেশি তারকার কিছুটা সংকট রয়েছে। টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে তাদের অনেককেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ায় আগামী সপ্তাহেই নিজ দেশে ফিরে যাচ্ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার।

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান দল। সেখানে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত আগামী ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডাম্বুলায় সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ ও ১১ জানুয়ারি। এই সিরিজ খেলতে আগামী ৫ জানুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে ২ জানুয়ারি বিপিএলের সিলেট পর্ব পর্যন্ত খেলে তারা বিদায় নেবেন। এতে করে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে এই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দলগুলোকে।

শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পাওয়া বিপিএলের ক্রিকেটাররা হলেন:

রংপুর রাইডার্স: ফাহিম আশরাফ, খাজা নাফে ও মোহাম্মদ নাওয়াজ।

রাজশাহী ওয়ারিয়র্স: শাহিবজাদা ফারহান।

ঢাকা ক্যাপিটালস: সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর ঢাকার শেষ ভাগের ম্যাচগুলোর জন্য এই ক্রিকেটারদের আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে লিগ টেবিলে দলগুলোর অবস্থান এবং প্লে-অফের সমীকরণের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা পুনরায় বিপিএলে যোগ দেবেন।

Comments