১৫ উইকেট নেওয়া মোস্তাফিজের বদলি খুঁজে নিল দুবাই
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বল হাতে আগুন ঝরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে খেলতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এই বাঁহাতি তারকা পেসারের শূন্যতা পূরণে তার বদলি খুঁজে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের মোস্তাফিজের জায়গায় কলিম সানাকে দলে ভিড়িয়েছে দুবাই। শনিবার এক বিবৃতিতে তারা নিশ্চিত করেছে যে, আইএল টি-টোয়েন্টির চলতি মৌসুমের বাকি অংশের জন্য কানাডার এই পেসারকে নেওয়া হয়েছে।
আসরের মাঝপথে দেশে ফেরার আগে দুবাইয়ের জার্সিতে মোস্তাফিজ ছিলেন অদম্য। ৮ ম্যাচ খেলে ৮.০৮ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন তিনি, যা আপাতত তাকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির আসনে বসিয়ে রেখেছে। মূলত বিপিএলের জন্য গত ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলেও প্রয়োজনের খাতিরে দুবাইয়ের ২৪ তারিখের ম্যাচটি খেলে পরদিন দেশে ফেরেন তিনি।
দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ। দলটি এখনও তাদের অভিযান শুরু করেনি। আগামী সোমবার দুপুর একটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে তারা।
আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির আগেও বড় ধামাকা দিয়েছেন মোস্তাফিজ। খেলোয়াড় নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য রেকর্ড মূল্য।
বিসিবি মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছে। তবে মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আট দিনের জন্য দেশে ফিরতে হবে তাকে। জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সূচি চূড়ান্ত না হলেও আগামী এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি।


Comments