আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল ২০২৬ নিলামে বিদেশি তালিকার শীর্ষ আকর্ষণ হয়ে উঠতে চলেছেন। ডেথ ওভারে তার বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত মোস্তাফিজুর সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপি নির্ধারণ করেছেন। আর আইপিএলে নয় মৌসুমে ৭১ ম্যাচ খেলা সাকিব নিজের বেস প্রাইস রেখেছেন ১ কোটি রুপি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নিবন্ধন শেষ হওয়ার পর সোমবার আইপিএল কর্তৃপক্ষ ১,৩৫৫ জন ক্রিকেটারের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে মোস্তাফিজুর, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার, মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ মোট ৪৫ জন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ২ কোটি রুপির বেস প্রাইস ক্যাটাগরিতে। প্রতি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ স্কোয়াড সংখ্যা ২৫ জন হওয়ায় এবার নিলামে মোট ৭৭টি জায়গা ফাঁকা আছে, যার মধ্যে বিদেশিদের জন্য নির্ধারিত স্থান ৩১টি।

এখন ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৫ ডিসেম্বরের মধ্যে নিজেদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে হবে। এরপর আইপিএল বাছাই করে জানিয়ে দেবে কারা আনুষ্ঠানিকভাবে নিলামে অংশ নিতে পারবেন। এক দিনের এই নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে, যেখানে বাকি জায়গাগুলো পূরণ করতে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রাসী বিডিংয়ে নামবে।

সবচেয়ে বড় পয়সার ব্যাগ হাতে আছে কলকাতা নাইট রাইডার্সের (৬৪.৩ কোটি রুপি) এবং চেন্নাই সুপার কিংসের (৪৩.৪ কোটি রুপি)। ফলে এই দুই দলই নিলামে ছড়ি ঘোরাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত কেকেআর অ্যান্দ্রে রাসেলের অবসরে তৈরি হওয়া শূন্যতা পূরণে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে টার্গেট করতে পারে। পিঠের চোটের কারণে ২০২৫ সালের মেগা-নিলামে না থাকা গ্রিন ব্যাটিং, সিম বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং তিন বিভাগেই নির্ভরযোগ্য।

২০২৫ মৌসুমে দল থেকে ছাড়পত্র পাওয়া বেশ কয়েকজন ক্রিকেটারও এবার নিজেদের সর্বোচ্চ বেস প্রাইস ক্যাটাগরিতে রেখেছেন। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা, যিনি গত মৌসুমে সিএসকের প্রধান বোলার ছিলেন, ফিরে এসেছেন চোট কাটিয়ে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং ভারতের ভেঙ্কটেশ আইয়ার, গত মেগা-নিলামে কেকেআর যাকে ২৩.৫ কোটি রুপিতে কিনেছিল কিন্তু পরে ছেড়ে দেয়, তারা দু'জনই ২ কোটি রুপির ব্র্যাকেটে আছেন। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ১১ কোটি রুপিতে রিটেইন হওয়া কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে না পারায় দল থেকে বাদ পড়া লেগস্পিনার রবি বিষ্ণোইও একই ক্যাটাগরিতে যুক্ত হয়েছেন।

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, যিনি গত মৌসুমে আঙুল ভেঙে অনেক ম্যাচ মিস করেছিলেন। উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসও নেই, কারণ ২০২৬ মৌসুমে তার পাওয়া যাবে মাত্র ২৫% সময়।

২ কোটি রুপির ক্যাটাগরিতে আরও অনেক বিদেশি তারকা ক্রিকেটার আছেন মুজিব উর রহমান, নাবীন উল হক, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, টাইমাল মিলস, জেমি স্মিথ, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, রাচিন রবীন্দ্র, জেরাল্ড কোটজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেভিড ভিসে, মাহিশ থিকসানা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন এবং আলজারি জোসেফ।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago