মোস্তাফিজকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার এক বিবৃতিতে কেকেআর জানায়, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করা হয়েছে।'

এর কিছু আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, বোর্ড সেই অনুমতিও দেবে।'

যদিও বিসিসিআই বা কেকেআরের পক্ষ থেকে 'সাম্প্রতিক উন্নয়ন' বলতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ ঘিরে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। গত কয়েকদিন ধরে এই ইস্যুতে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে সমালোচনাও হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, বিসিসিআইয়ের এই ঘোষণার ঠিক এক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের ঘরোয়া মৌসুমের সূচি প্রকাশ করে। সেই সূচিতে রয়েছে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির একটি সাদা বলের সিরিজ, যা মূলত ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও পরে পুনঃনির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলবে।

আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৬ সালে টুর্নামেন্টে অভিষেকের পর সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৬০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬৫। গত বছরের শেষ দিকে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কেকেআর, যেখানে দলটি নতুন করে সাজাতে আকাশ দীপ, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও যুক্ত করেছিল।

আইপিএল ২০২৬ মৌসুমের আগে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মোস্তাফিজ। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন।

এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, মাঠের বাইরের ভূ-রাজনৈতিক বাস্তবতা যে ক্রিকেটের সিদ্ধান্তকেও প্রভাবিত করছে, মোস্তাফিজ ইস্যুতে সেটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

Comments

The Daily Star  | English
mob violence in South Asia

Why mob violence is rising across South Asia

In South Asia, the mob has evolved into a calculated tool for political mobilisation and social policing.

8h ago