এশিয়া কাপ

পাকিস্তানের রউফ ও ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতীয় বোর্ডের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত রোববার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে তাদের অঙ্গভঙ্গি নিয়ে নালিশ জানানো হয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই গতকাল বুধবার ইমেইলের মাধ্যমে অভিযোগটি জমা দিয়েছে এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা গ্রহণ করেছে।

যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে আইসিসিতে শুনানি হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির থাকতে হবে দুই পাকিস্তানি ক্রিকেটারকে। যদিও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ওই লড়াইয়ে ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট।

সেদিন ব্যাটিংয়ে নেমে ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার মতো ভঙ্গি করেন ফারহান। আর ফিল্ডিংয়ের সময় সীমানার কাছাকাছি থাকা রউফ গ্যালারির কিছু দর্শককে উদ্দেশ্য করে হাত দিয়ে বিমান উড়তে উড়তে ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার জন্যই বিসিসিআই অভিযোগ করেছে।

রউফ ও ফারহানের অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। কারণ পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গত মে মাসে হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের প্রতি ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেকে। তাই আলোচনা-সমালোচনাও চলেছে ব্যাপক আকারে।

এবারের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি এখন পর্যন্ত দুবার মুখোমুখি হলেও ব্যাট-বলের লড়াই জমেনি। পাকিস্তানের বিপক্ষে অনায়াস জয় মিলেছে ভারতের। প্রথমবার ৭ উইকেটে, পরেরবার ৬ উইকেটে। উত্তাপ যা তৈরি হয়েছে, তা গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো নিয়ে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জমা দিয়েছে। তবে বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি সূর্যকুমার উৎসর্গ করেছিলেন গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি। পিসিবির অভিযোগে বলা হয়েছে, ক্রিকেট মাঠে 'রাজনৈতিক' মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago