যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

ICC logo

বড় দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)। তাদের সদস্যপদ স্থগিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিল তারা।

আইসিসি বোর্ডের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের মূল কারণ হলো, সদস্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বারবার ও ধারাবাহিকভাবে আইসিসির বাধ্যবাধকতা অমান্য করেছে। এর মধ্যে রয়েছে কার্যকর একটি পরিচালনা কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়া। পাশাপাশি এমন কিছু গুরুতর পদক্ষেপ ইউএসএসি নিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্ব ক্রিকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

গত এক বছর ধরে আইসিসি এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছে। এর প্রেক্ষিতে তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি আরও জানিয়েছে, এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও এই খেলার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য।

বোর্ডের সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্র জাতীয় দলের আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। ফলে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলবে।

এখন আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নরমালাইজেশন কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া ও সদস্যপদ পুনর্বহালের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি এই কমিটি ইউএসএসির অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে।

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

7h ago