জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটা গেল বাংলাদেশ ও পাকিস্তানের

Bangladesh Cricket Team
ছবি: পিসিবি

রাওয়ালপিন্ডি টেস্টে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেল বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলকে আর্থিক জরিমানা করা হলো। পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের মূল্যবান পয়েন্ট কাটা গেল।

ম্যাচ শেষ হওয়ার পরদিন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই সাজা দিয়েছেন দুই দলকে।

নির্ধারিত সময়ে পাকিস্তানের ঘাটতি ছিল ছয় ওভারের। ফলে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদেরকে। এছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

বাংলাদেশের ঘাটতি ছিল তিন ওভারের। এতে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদেরকে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

নিয়ম অনুসারে, প্রতি ওভার দেরির জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। আর প্রতি ওভারের জন্য কাটা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি করে পয়েন্ট।

শাস্তির পর বাংলাদেশের পয়েন্ট ২৪ থেকে কমে হলো ২১। পাকিস্তানের পয়েন্ট ২২ থেকে কমে হলো ১৬। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আগের মতোই বাংলাদেশ ছয়ে ও পাকিস্তান আটে আছে।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। সুদীর্ঘ টেস্ট ইতিহাসে নিজেদের মাটিতে এই প্রথম কোনো ম্যাচে ১০ উইকেটে হেরেছে স্বাগতিকরা।

পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্ট খেলে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে সব মিলিয়ে ২১ আন্তর্জাতিক ম্যাচেও এটি বাংলাদেশের প্রথম জয়।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

8h ago