‘আশা করি আমরা ভালো খবর পাব’, লিটনকে নিয়ে ফাহিম

Litton Das
ছবি: এসিসি

ভারতের বিপক্ষে সুপার ফোরের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণ অধিনায়ক লিটন দাসকে পায়নি বাংলাদেশ। দলও করতে পারেনি লড়াই। আজ পাকিস্তানের বিপক্ষে ভার্চুয়াল সেমিফাইনালে তিনি খেলবেন কিনা এখনো নিশ্চিত না। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ভালো খবর আসবে।

সোমবার নেটে ব্যাট করার সময় পিঠের বামপাশে টান পড়ে লিটনের। অস্বস্তি অনুভব করে শুয়ে পড়েন তখনই, আর অনুশীলন না করায় তাকে নিয়ে শঙ্কা ছিলো। যদিও টিম ম্যানেজমেন্ট লিটনের খেলার ব্যাপারে ছিলো আশাবাদী। ভারতের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা জাকের আলি জানান, তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন অধিনায়কের।

মাঠে আসার পর স্বস্তি অনুভব না করায় আর নামা হয়নি লিটনের। ২৪ ঘণ্টার মধ্যে এবার পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে লিটন খেলবেন কিনা তা নিশ্চিত করা হচ্ছে না। তবে বিসিবি পরিচালক ম্যাচ শেষে দুবাইতে সাংবাদিকদের ইতিবাচক আভাসই দিলেন, 'লিটন দাসের একটু সমস্যা ছিলো শারীরিকভাবে, ও পর্যবেক্ষণে আছে। আশা করি আমরা ভালো খবর পাব।'

ভারতের বিপক্ষে শক্তির ফারাক বেশ খানিকটা হলেও পাকিস্তানের সঙ্গে নিয়মিতই টক্কর দেয় বাংলাদেশ। গত জুলাইতেও দলটির বিপক্ষে সিরিজ জিতেছিলেন লিটনরা। ফাহিমের আশা, ভার্চুয়াল সেমিফাইনাল জিতে চতুর্থবারের মতন এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবেন তারা,  'অবশ্যই আমরা আশা করি পাকিস্তানের সঙ্গে আমরা ভালো ফলাফল করব। আমরা মোমেন্টামে আছি, সবার মধ্যে বিশ্বাস আছে যে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনালে যাব।'

Comments

The Daily Star  | English

EC sets longer prep period for polls

The longer gap between the announcement of the election schedule and polling day will give both the EC and candidates more time to prepare, it said

6h ago