ভারত ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেলেন লিটন

ব্যাটিং অনুশীলনের সময় পিঠের বাম দিকে টান পড়ল বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। অস্বস্তি অনুভব করায় দ্রুতই বসে পড়লেন তিনি। পরে ব্যাটিং অনুশীলন বন্ধ করে দিলেন অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটার।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার দুবাই আইসিসি একাডেমি মাঠে অনুশীলন চলছে বাংলাদেশ দল। লম্বা সময় ধরে ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাট করতে যান লিটন। একটি কাট শট খেলতে গিয়ে পিঠের বাম পাশে টান লাগে তার।
স্বাচ্ছন্দ্য বোধ না করায় লিটন নেটের পাশেই মাটিতে শুয়ে পড়েন। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী তার দেখভাল করছেন।
বাংলাদেশ অধিনায়কের চোট গুরুতর কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেবাশীষ দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'মনে হচ্ছে, তেমন গুরুতর কিছু না। দেখা যাক।'
এশিয়া কাপের ফাইনালে না উঠলে এটাই বাংলাদেশ দলের শেষ অনুশীলন সেশন। কারণ, সুপার ফোরে তাদের বাকি দুটি ম্যাচ খেলতে হবে টানা। আগামী বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হওয়ার পরদিন একই ভেন্যুতে পাকিস্তানকে মোকাবিলা করবে তারা।
বছরের এই সময়ে সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা প্রচণ্ড বেশি থাকে। সন্ধ্যার পর অনুশীলন করলেও তা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় ক্রিকেটারদের জন্য। প্রতিকূল পরিবেশের কারণে থাকে চোট পাওয়ার শঙ্কাও।
গত এক সপ্তাহে নানা সমীকরণের দোলাচল পেরিয়ে বাংলাদেশ এখন ভিন্ন চেহারায়। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শক্ত ভিত তৈরি করেছে তারা। গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার ভয়কে জয় করে হাতছানি দিচ্ছে ফাইনালের স্বপ্ন।
Comments