দুবাই থেকে

ভারত ম্যাচের আগে ওয়ার্মআপে কিপিং গ্লাভস হাতে জাকের ও সোহান

ছবি: একুশ তাপাদার

অনুশীলনে পিঠে টান পাওয়া লিটন দাসের ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ অধিনায়ক শেষ পর্যন্ত খেললেও উইকেটরক্ষক হিসেবে তাকে না দেখতে পাওয়ার আভাস মিলল খেলা শুরুর আগের ওয়ার্মআপে।

কিপিং গ্লাভস হাতে জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানকে প্রস্তুতি নিতে দেখা গেছে। তবে লিটন ওয়ার্মআপে বাকিদের মতো তৎপর ছিলেন না। গা গরম করার বদলে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায় অভিজ্ঞ ডানহাতি ব্যাটারকে।

বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের চার নম্বর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এর আধা ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে টস।

ছবি: একুশ তাপাদার

গত সোমবার দুবাইতে আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ দলের ব্যাটিং অনুশীলনের সময় পিঠের বাম দিকে টান পড়ে লিটনের। অস্বস্তি অনুভব করায় দ্রুতই মাটিতে বসে পড়েন তিনি। পরে ব্যাটিং অনুশীলনই বন্ধ করে দেন। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সেসময় তার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভারতের বিপক্ষে লিটনের খেলা নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। যদিও দলীয় সূত্র বলছে, চোট গুরুতর না হওয়ায় বিশ্রামেই পুরোপুরি ঠিক হয়ে উঠছেন তিনি। তবে কোনো কারণে সমস্যা হলে তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে তৈরি রাখা আছে।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

55m ago